ফরিদপুরে লকডাউন ভঙ্গ করায়
করোনা রোগীকে জরিমানা

ফরিদপুরে লকডাউন ভঙ্গ করায় করোনা রোগীকে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে এক করোনা রোগীকে হোম কোয়ারেন্টাইন অমান্য করে বাড়ির বাইরে আসায় ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ।  

জানা যায়, বোয়ালমারী পৌর সদরের দক্ষিণকামারগ্রামস্থ রবিউল ইসলাম নামে এক ব্যক্তি গত ২৫ মে করোনা ভাইরাসে আক্রান্ত হয়। ওইদিনই তার বাড়িটি লকডাউন করে তাকে বাড়িতে আইসোলেশনে রাখা হয়।

৪ জুন মঙ্গলবার দ্বিতীয় দফায় নমুনা সংগ্রহ করতে গেলে তাকে হোম কোয়ারেন্টাইন অমান্য করে বাড়ির বাইরে ঘোরাঘুরি করতে দেখা যায়। সংক্রমক ব্যধি (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অমান্য করায় তাকে এ জরিমানা করা হয়।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল