ফরিদপুরে পুলিশসহ নতুন ৪১ জনের করোনা শনাক্ত

ফরিদপুরে পুলিশসহ নতুন ৪১ জনের করোনা শনাক্ত

ফরিদপুর প্রতিনিধি

গত ২৪ ঘন্টায় ফরিদপুরে নতুন করে আরও ৪১ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪২৬ জন।

বুধবার সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান জানান, ফরিদপুরে নতুন করে যে ৪১ জন এবং পুরাতন ৬জনসহ ৩৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে সদরের ১৯, ফরিদপুর সদরপুরে ১০, চরভদ্রাসনে ৫, নগরকান্দায় ৩ জন এবং ভাঙ্গা, সালথা ও মধুখালীতে একজন করে।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে একজন পুলিশ ও একজন র‌্যাব-৮ এর সদস্য রয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজের করোনা টেস্টের পিসিআর ল্যাব সূত্রে জানা গেছে, করোনা শনাক্তকরণ ল্যাবে ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ৩৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট পজিটিভ শনাক্ত হয়েছে ৭০ জনের। এর মধ্যে ফরিদপুরে ছয়টি পুরাতনসহ মোট ৪৭ জন, গোপালগঞ্জ ২৩।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ভাঙ্গা, ফরিদপুর সদর, বোয়ালমারী, নগরকান্দা, চরভদ্রাসন ও সদরপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে যে ৪৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তাদের প্রত্যেকের বাড়ি বিচ্ছিন্ন করা হয়েছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল