দেশের যে জেলা-উপজেলা রেড-ইয়েলো-গ্রিন জোন, দেখে নিন

দেশের যে জেলা-উপজেলা রেড-ইয়েলো-গ্রিন জোন, দেখে নিন

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন চূড়ান্ত করেছে সরকার। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটে দেশের তিনটি বিভাগ, ৫০টি জেলা ও ৪০০ উপজেলাকে রেড জোন বা পুরোপুরি লকডাউন দেখানো হচ্ছে। ইয়েলো জোন বা আংশিক লকডাউন দেখানো হচ্ছে পাঁচটি বিভাগ, ১৩টি জেলা ও ১৯টি উপজেলাকে। আর গ্রিন জোন বা লকডাউন নয় দেখানো হচ্ছে একটি জেলা এবং ৭৫টি উপজেলাকে।

আপনি কোথায় দেখে নিন-

ঢাকা মহানগর থানার লকডাউন অবস্থা-

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)