চট্টগ্রামে ৫০ কোচকে তামিমের উপহার

ছবি সংগৃহীত

চট্টগ্রামে ৫০ কোচকে তামিমের উপহার

অনলাইন ডেস্ক

করোনার এই বিপর্যয়ে তামিম ইকবাল শুরু থেকেই সহযোগিতা করে আসছেন বিভিন্ন শ্রেণীর মানুষকে। সেসবের সঙ্গে এবার যোগ হলো চট্টগ্রামের ৫০ জন কোচকে আর্থিক সহযোগিতা দিচ্ছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।

 তামিমের আর্থিক সহযোগিতা কোচদের পৌঁছে দিচ্ছেন বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। তামিম বিষয়টি নিজেই জানান সংবাদ মাধ্যমকে।

‘ওখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে যে উনাদের অনেকের অবস্থা অত ভালো না। আমি চট্টগ্রামের সন্তান তাই চট্টগ্রামের প্রতি আমারও দায়িত্ব আছে। তো একারণেই আর্থিকভাবে সহযোগিতা করা। তাছাড়া এই ৫০ জন কোচের মধ্যে এরকম অনেকেই আছেন যার ক্যাম্পে কোনো না কোনো সময় আমি ব্যাটিং করেছি, অনুশীলন করেছি।

এর আগে তামিম প্রায় ১০০ জন অসচ্ছল ক্রিকেটারকে আর্থিক সহযোগিতা করেছে, জুনিয়র অ্যাথলেটিক্সে ১০০ মিটার স্প্রিন্টে সোনাজয়ী সামিউল ইসলামকে সহযোগিতা করেছেন আর্থিকভাবে।

এছাড়াও জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে নিয়ে প্রায় ৩১ লাখ টাকা দান করেন সরকারের করোনা ফান্ডে।

ঢাকার মোহাম্মদপুরের ‘একজন বাংলাদেশ’ নামে পরিচিতি পাওয়া নাফিসা খানের মাধ্যমে সহযোগিতা করেছেন অনেক অসহায় পরিবারকে।

গত দুই সপ্তাহ আগে খুলনা জেলা দলের সাবেক অধিনায়ক কাজী রিয়াজুল ইসলাম কাজলের অকাল মৃত্যুতে তার পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণাও দেন তামিম ইকবাল।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল