ভারতে বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

ভারতে বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

অনলাইন ডেস্ক

ভারতে প্রশিক্ষণরত একটি বিমান ভেঙে পড়ায় প্রাণ গেল একজন ক্যাপটেন ও আর একজন ট্রেইনি পাইলটের। সোমবার সকালে ওড়িশার ঢেঙ্কানালে ঘটে এই ঘটনা।

মৃত ক্যাপটেনের নাম সঞ্জীব কুমার ঝাঁ। তিনি বিহারের বাসিন্দা ছিলেন।

আর ট্রেইনি পাইলটের নাম আনিস ফতিমা। তিনি তামিলনাড়ুর বাসিন্দা।  

ঢেঙ্কানলের অতিরিক্ত জেলাশাসক বিকে নায়েক জানিয়েছেন, কাঙ্কাদাহাদ থানার অন্তর্গত বিরাসালার গভর্নমেন্ট অ্যাভিয়েশন ট্রেনিং ইনস্টিটিউট (GATI)-এ ভেঙে পড়ে দুই আসনবিশিষ্ট বিমানটি।

বিমানটি ভেঙে পড়ার পরই দুই পাইলটকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে ডাক্তাররা তাদের মৃত বলে ঘোষণা করেন। দেহ দুটিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

দুর্ঘটনার পরই ঘটনাস্থলে যান পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)