যুক্তরাষ্ট্রে এক দশকে মাদকাসক্তি বেড়েছে ৫০ শতাংশ

যুক্তরাষ্ট্রে এক দশকে মাদকাসক্তি বেড়েছে ৫০ শতাংশ

নিউজ ২৪ ডেস্ক

এক দশকে যুক্তরাষ্ট্রের পূর্ণবয়সী নাগরিকদের মধ্যে মাদকাসক্তি প্রায় ৫০ শতাংশ বেড়েছে বলে এক সমীক্ষায় জানা গেছে। চিকিৎসকের মতে, দেশটির ১২ শতাংশ অর্থাৎ প্রতি ৮ জনে একজন মাদকাসক্তিতে জড়িয়ে পড়েছেন।

সমীক্ষার এ ফলাফল প্রকাশিত হয়েছে মার্কিন চিকিৎসা বিষয়ক খ্যাতনামা সাময়িকী জেএএমএ সাইকিয়াট্রিতে।

এতে বলা হয়েছে, মায়ের মাদকাসক্তির কারণে গর্ভস্থ সন্তান এফএএফডি নামের মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হওয়াসহ মাদকাসক্তদের মধ্যে উচ্চরক্ত চাপ, হৃদরোগ, স্ট্রোক, টাইপ-২ ডায়াবেটিস এবং মারাত্মকভাবে আহত হওয়ার প্রকোপ ব্যাপকভাবে দেখা যায়।

তবে যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে মদ পান বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে এ সমীক্ষায় কিছু বলা হয়নি।  

এদিকে, মাদকাসক্তি জনিত রোগে দেশটিতে প্রতিবছর ৮৮ হাজার মানুষ মারা যায় বলে জানিয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিএসডি। সূত্র: এপি, রয়টার্স

সম্পর্কিত খবর