করোনা উপসর্গ নিয়ে ডুয়েট শিক্ষার্থী মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে ডুয়েট শিক্ষার্থী মৃত্যু

বেলাল রিজভী, মাদারীপুর

মাদারীপুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থী রফিকুল ইসলাম সুমন মারা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম সুমনের কয়েক দিন ধরে জ্বর সর্দি ছিল। রোববার তার করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করা হয়। রোববার রাতেই মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকায় তিনি মারা যান।

তিনি ডুয়েটে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জনিয়ারিং বিভাগে এমএসসি কোর্সে অধ্যয়নরত ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রোগামার হিসাবে কমর্রত ছিলেন।

সুমনের বড় ভাই শফিকুল ইসলাম বলেন, ওর টাইফয়েড জ্বর ছিল। কীভাবে মারা গেল বুঝতে পারছি না।

তবে করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়েছে। রিপোর্ট এখনও আমরা হাতে পাইনি।

মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, করোনা উপসর্গ নিয়ে এক যুবক মারা গেছে। আগেই তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

আমরা রিপোর্ট এখনও হাতে পাইনি। রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা পজিটিভ ছিলেন কিনা। তবে স্বাস্থ্য বিধি মেনে রোববার রাতেই তার লাশ দাফন করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর