সাবেক পাক প্রধানমন্ত্রী আব্বাসি করোনা আক্রান্ত

সাবেক পাক প্রধানমন্ত্রী আব্বাসি করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার তার করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর নিশ্চিত করেছে।

এ ছাড়া পাক রেলমন্ত্রী শেখ রশিদও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

রাজনৈতিক দল পিএমএল-এন’র ভাইস প্রেসিডেন্ট শহীদ খাকান আব্বাসি। তিনি বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন বলে জানিয়েছেন দলের মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব।

পিএমএল-এন’র শীর্ষ নেতা শেহবাজ শরিফ তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

এদিকে পাকিস্তানের রেল মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির রেলমন্ত্রী শেখ রশিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তবে তার মধ্যে কোনো উপসর্গ দেখা দেয়নি। তিনি আইসোলেশনে চিকিৎসকদের দেওয়া পরামর্শ মেনে চলছেন।

পাকিস্তানের ক্ষমতাসীন দল পিটিআই’র কয়েকজন নেতাও করোনাভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছে ডন। দেশটিতে বর্তমানে মোট আক্রান্তের পরিমান প্রায় ১ লাখ ১০ হাজার। মারা গেছেন ২ হাজার ১৩৪ জন। সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৩৫৫ জন। দেশটিতে গত ২৬ ফেব্রুয়ারি প্রথম করোনায় আক্রান্ত শনাক্ত হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর