২৬৯ রোহিঙ্গা মালয়েশিয়া নৌবাহিনীর হাতে গ্রেপ্তার

২৬৯ রোহিঙ্গা মালয়েশিয়া নৌবাহিনীর হাতে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

পালিয়ে উত্তাল সাগরপথে মালয়েশিয়ায় অনুপ্রবেশের মুখে ২৬৯ জন রোহিঙ্গা মালয়েশিয়ার নৌবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে।

মালয়েশিয়ার পত্রিকা দ্য স্টার জানায়, সোমবার ভোরে মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় কেদাহ রাজ্যের লঙকাওয়ি দ্বীপের সাগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ২৬৯ জন রোহিঙ্গার মধ্যে ৮০ জন পুরুষ, ১৩৮ জন নারী ও ৫১ জন শিশু। এসময় এক রোহিঙ্গা নারীর লাশও উদ্ধার করা হয়েছে।

উদ্ধার মৃতদেহ এবং গ্রেপ্তার ২৬৯ জন রোহিঙ্গাকে মালয়েশিয়ার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মালয়েশিয়ার নৌবাহিনী জানিয়েছে, আটক রোহিঙ্গারা আন্তর্জাতিক জলসীমায় এসে নিজেদের নৌকা ইচ্ছাকৃতভাবে ভেঙে ও ডুবিয়ে সাঁতরে তীরে উঠার চেষ্টা করেছিল।   তবে এসব রোহিঙ্গারা কোথা থেকে সাগর পাড়ি দিয়েছে, তা স্পষ্ট  জানা যায়নি।

এসব রোহিঙ্গা মিয়ানমার নাকি বাংলাদেশ থেকে সাগর পাড়ি দিচ্ছে তা স্পষ্ট নয়।

তিন বছর আগে মিয়ানমারে সেনাবাহিনীর নির্মম নিপীড়নের মুখে দেশটি থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা মুসলিম।

অভিবাসীদের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় সম্প্রতি স্থল ও জলসীমায় কড়াকড়ি আরোপ করেছে মালয়েশিয়া। এর আগে গত ১৬ এপ্রিল একটি নৌকা প্রায় ২০০ রোহিঙ্গাকে নিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টা করলে তাদের কিছু মানবিক সহায়তা দিয়ে আবার আন্তর্জাতিক জলসীমায় তাড়িয়ে দেয় মালয়েশিয়ার নৌবাহিনী। পরে তাদের আনেককে বাংলাদেশে আশ্রয় দিতে হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর