রংপুরের তাজহাট থানার ওসি করোনায় আক্রান্ত

রংপুরের তাজহাট থানার ওসি করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামানসহ ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব প্রধান ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করেছেন।

রংপুর সিভিল সার্জন দফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত রংপুরে করোনায়  আক্রান্তের সংখ্যা ৫শ’ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৫১৬ জনে দাঁড়িয়েছে।

আক্রান্তদের মধ্যে পুলিশ র‌্যাব রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্স এর সংখ্যা সবচেয়ে বেশি।

এদিকে রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার জানিয়েছেন, তাজহাট থানার ওসি রোকনুজ্জামান করোনায় আক্রান্ত হওয়ার পর থানাটি লকডাউন করার ব্যাপারে মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে তাজহাট থানার একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ওসির করোনা শনাক্ত হওয়ার পর তার সঙ্গে যেসব পুলিশ কর্মকর্তা ঘনিষ্ঠভাবে কাজ করতেন তাদের আইসোলেশনে রাখা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর