গুলি ভর্তি শর্টগান পরিষ্কার করতে গিয়ে...

গুলি ভর্তি শর্টগান পরিষ্কার করতে গিয়ে...

অনলাইন ডেস্ক

নিজের নামে বরাদ্দ থাকা গুলি ভর্তি সরকারি শর্টগান পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন নড়াইলের কালিয়া থানার এক পুলিশ কনস্টেবল। জানা গেছে, এ সময় একটি গুলি বের হয়ে তার বাম হাতের আঙ্গুলে বিদ্ধ হয়।

ওই পুলিশ কনস্টেবলের নাম আলমগীর হোসেন (২৮)।

তাকে প্রথমে কালিয়া হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে থানার অভ্যন্তরে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, আহত কনস্টেবল আলমগীর হোসেন ওইদিন সকাল ৯টার দিকে তার নিজের নামে বরাদ্দ থাকা সরকারি শর্টগানটি গুলি ভর্তি অবস্থায় পরিষ্কার করার সময় একটি গুলি বের হয়ে তার বাম হাতের আঙ্গুলে বিদ্ধ হয়েছে। এরপর তাকে প্রথমে কালিয়া হাসপাতালে ও পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর