গাজীপুরের ২১ এলাকা ‌‘রেড জোন’, ১২ ইউনিয়ন ‘ইয়েলো জোন’

গাজীপুরের ২১ এলাকা ‌‘রেড জোন’, ১২ ইউনিয়ন ‘ইয়েলো জোন’

শেখ সফিউদ্দিন জিন্নাহ্, গাজীপুর থেকে

করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-১৯ সংক্রমণের বিস্তার রোধ ও পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলকে যে তিনটি জোনে ভাগ করা হচ্ছে, তার মধ্যে লাল ও হলুদ জোনে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

সোমবার (১৫ জুন) বিকেলে এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সেখানে বলা হয়, লাল ও হলুদ অঞ্চলে অবস্থিত সামরিক বা অ-সামরিক সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বয়ত্তশাসিত বা বেসরকারি দপ্তরগুলো এবং লাল ও হলুদ অঞ্চলে বসবাসকারী এসব দপ্তরের কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন।

এর আওতায় গাজীপুর জেলার মোট ৫টি উপজেলার ২১টি এলাকা 'রেড জোন' হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এছাড়া ১২টি ইউনিয়ন 'ইয়েলো জোন' হিসেবে চিহ্নিত এবং ১৬টি ইউনিয়ন 'গ্রীণ জোন' হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গাজীপুর সদর: গাজীপুর সদরের যে ৮ এলাকা রেড জোন হিসেবে ধরা হয়েছে সেগুলো হলো মির্জাপুর, কাশিমপুর, কোনাবাড়ী, বাসন, কাউলতিয়া, টঙ্গী, গাজীপুর সিটি।

কালীগঞ্জ: কালীগঞ্জের যে ৩ এলাকা রেড জোন হিসেবে ধরা হয়েছে সেগুলো হলো: বক্তারপুর, কালীগঞ্জ, নাগরী।

কাপাসিয়া: কাপাসিয়ার যে ৫ এলাকা রেড জোন হিসেবে ধরা হয়েছে সেগুলো হলো: সনমানিয়া, কড়িহাতা, তরগাঁও, কাপাসিয়া, দূর্গাপুর।

শ্রীপুর: শ্রীপুরের যে ২ এলাকা রেড জোন হিসেবে ধরা হয়েছে সেগুলো হলো: শ্রীপুর, তেলিহাটি।

কালিয়াকৈর: কালিয়াকৈরের যে ৩ এলাকা রেড জোন হিসেবে ধরা হয়েছে সেগুলো হলো: আটাবহ, মৌচাক, কালিয়াকৈর পৌরসভা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর