ব্যাটিংই আমাদের ডুবিয়েছে: মিতালি

ব্যাটিংই আমাদের ডুবিয়েছে: মিতালি

নিউজ ২৪ ডেস্ক:

লর্ডসে ইতিহাস গড়তে পারল না ভারত! একরাশ হতাশা নিয়েই ইংল্যান্ডের কাছে ৯ রানে হারতে হলো ভারতীয় মহিলা দলকে। তবে ফাইনালে হারলেও দলের খেলায় খুশি ভারত অধিনায়ক মিতালি রাজ।

ম্যাচ শেষে মিতালি বলেন, ব্যাটিংই আমাদের ডুবিয়েছে। একটা সময় ছিল যখন যে কেউ জিততে পারত।

ওরা স্নায়ুর চাপটা ধরে রাখতে পেরেছে। আর আমরা তা পারিনি। তবে এই হারে আমি হতাশ নই। আমার দলের মেয়েরা পুরো টুর্নামেন্টে যেভাবে খেলেছে তাতে আমি গর্বিত।
’ ঝুলন গোস্বামীর প্রশংসা করে মিতালি বলেন, ‘ঝুলন একজন ক্লাস বোলার। আজকের ম্যাচেও ইংল্যান্ডকে এত কম রানে আটকে রাখার অন্যতম কারণ ওঁর বোলিং। তরুণ ক্রিকেটারদের কাছে ও আদর্শ। ’

মিতালি আরো বলেন, ‘আরও দু’বছর আমি খেলা চালিয়ে যেতে চাই। ভারতের হয়ে খেলার সব সময়ই গর্বের। তবে ফিটনেস ধরে রাখাটা সবচেয়ে বড় ব্যাপার। তাই পরের বিশ্বকাপে আমার খেলার কোন সম্ভবনাই নেই বললেই চলে। ’