রোগীর স্বজনদের হামলায় চিকিৎসকের মৃত্যু: গ্রেপ্তার ৬

রোগীর স্বজনদের হামলায় চিকিৎসকের মৃত্যু: গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ডা. আব্দুর রকিব খান হত্যা মামলায় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে নগরীর খালিশপুর থেকে এজাহারভুক্ত বাকি আসামি মো. কুদ্দুসকে (২৮) গ্রেপ্তার করা হয়।

খুলনা থানার ওসি আসলাম বাহার বুলবুল জানান, স্পর্শকাতর এ মামলার এজাহারভূক্ত সকল আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এরই মধ্যে প্রধান আসামি মো. জমিরসহ দুজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

এছাড়া তিন আসামিকে রিমান্ডে নেওয়া
হয়েছে।

জানা যায়, রোগীর স্বজনদের হামলায় গুরুতর আহত খুলনার রাইসা ক্লিনিকের পরিচালক ডা. র‌কিব খান ১৬ জুন সন্ধ্যায় আবু না‌সের হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাইসা ক্লিনিকে ভুল চিকিৎসার অভিযোগ তুলে মৃত রোগীর স্বজনদের হামলায় এ হত্যার ঘটনা ঘটে। ওই হত্যায় দ্রুত আসামিদের গ্রেপ্তার ও মামলা নিতে বিলম্ব হওয়ায় খুলনা সদর থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানিয়ে ১৭ জুন দুপুর থেকে কর্মবিরতী শুরু করে সরকারি-বেসরকারি হাসপাতালের
চিকিৎসকরা।

তবে ১৭ জুন রাতে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করলে ৭২ ঘণ্টার মধ্যে বাকি আসামি গ্রেপ্তার ও খুলনা থানার ওসিকে
প্রত্যাহারের আল্টিমেটাম দিয়ে কর্মবিরতী স্থগিত করে চিকিৎসকরা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর