১৯৯৬ ও ২০০৫ সালের চুক্তি ‘ভঙ্গ করবে’ ভারত

১৯৯৬ ও ২০০৫ সালের চুক্তি ‘ভঙ্গ করবে’ ভারত

অনলাইন ডেস্ক

ভারত ও চীনের মধ্যে সাম্প্রতিক সময়ে হওয়া সংঘর্ষের ফলে ভারতীয় সেনারা চীন সীমান্তে অস্ত্র ব্যবহারের নীতি থেকে সরে এসেছে। এবার চাইলে ভারতীয় ফিল্ড কমান্ডাররা ‘অত্যন্ত অস্বাভাবিক’ পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। এ প্রসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ১৯৯৬ ও ২০০৫ সালে ভারত ও চীনের মধ্যে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এ দুই চুক্তিতে উল্লেখ ছিল দুই দেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখার ২ কিলোমিটারের মধ্যে কোনো বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না এবং দুদেশের কোনো সেনাই অন্যকে লক্ষ্য করে গুলি চালাবে না। তবে এবার ভারতীয় সেনাদের ‘বিপজ্জনক পরিস্থিতিতে’ গুলি চালানোর অনুমতি দেওয়া হলো।

গত সোমবার লাদাখ সীমান্তে চীনা সেনাদের হাতে কমপক্ষে ২০ ভারতীয় সেনা প্রাণ হারান। এতে ভারতের আরও ৭৬ জন ভারতীয় সেনা আহত হন।

এ ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘সীমান্ত পরিস্থিতি নিয়ে যথেষ্ট দায়িত্বশীল আচরণই করে এসেছে ভারত । ওই এলাকায় যে কার্যকলাপ করা হয়েছে, তার সবটাই ভারতীয় এলাকার মধ্যে করা হয়েছে। চীনের থেকেও আমরা একই রকম ব্যবহারের আশা রাখি। ভারত সীমান্তে শান্তি বজায় রাখা এবং যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী । তবে একই সঙ্গে ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা বজায় রাখার বিষয়টিও নিশ্চিত করতে হবে। ’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত শুক্রবার সর্বদলীয় বৈঠকে বলেছেন, ‘ভারতের সীমানায় ঢুকে চীনা সেনারা কোনো ছাউনি বা পোস্ট দখল করেনি। এক ইঞ্চি জমিও কবজা করতে পারেনি; বরং ভারতের জওয়ানরা আগ্রাসী চীনাদের উপযুক্ত শিক্ষা দিয়েছে। ’

তিনি আরও বলেন, ‘চীন যা করেছে, তাতে সারা দেশ আহত, ক্ষুব্ধ। ভারতীয় সেনা জল, স্থল ও অন্তরিক্ষ-সবদিক রক্ষা করতে প্রস্তুত। ’

মোদি বলেন, ‘সীমান্তে সব ধরনের অবকাঠামো নির্মাণ গত পাঁচ বছরে সরকার করেছে। নিজেদের সবদিক থেকে প্রস্তুত রেখেছে। দেশ আমাদের কাছে সবার আগে। কোনো চাপের কাছে ভারত মাথা নোয়াবে না। যা প্রয়োজন, সব করবে। সেনারা সীমান্ত রক্ষায় পূর্ণ ক্ষমতা রাখে। তাদের সব ধরনের সিদ্ধান্ত গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর