মাদারীপুরে করোনা উপসর্গে দুজনের মৃত্যু

মাদারীপুরে করোনা উপসর্গে দুজনের মৃত্যু

বেলাল রিজভী, মাদারীপুর

মাদারীপুর শহরের করোনা উপসর্গ নিয়ে দুজন মারা গেছে। এদের মধ্যে একজন মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের পাকদী এলাকার মো. ইয়াহিয়া হাওলাদার (৬২) নামে এক লোক জ্বর ও শ্বাসকষ্ট সমস্যায় ভুগছিলেন। রোববার রাতে তার অবস্থার অবনতি হলে তাকে মাদারীপুর সদন হাসপাতালে ভর্তি করা
হয়।

সেখানেই তিনি রোববার রাত সাড়ে ১১টার দিকে মারা যান।

এছাড়াও শহরের থানতলী এলাকার জুলফিকার ফকির (৬০) নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছে।

তিনি কয়েক দিন থেকে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। সোমবার সকালে তিনি নিজ বাড়িতে মারা যান।

তিনি
দীর্ঘদিন গ্রীসে ছিলেন। সম্প্রতি ছুটিতে মাদারীপুর আসেন।

মাদারীপুর সিভিল সার্জন ডা. সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য বিধি মেনে এদের লাশ দাফন করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর