উত্তেজনা কমাতে ভারত ও চীনের কমান্ডারদের দ্বিতীয় দফার বৈঠক

উত্তেজনা কমাতে ভারত ও চীনের কমান্ডারদের দ্বিতীয় দফার বৈঠক

অনলাইন ডেস্ক

সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর প্রচণ্ড উত্তেজনা চলছে। এর মাঝেই ভারত এবং চীনের সামরিক কমাণ্ডাররা দ্বিতীয় দফা বৈঠক করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেসটিভি এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, বিতর্কিত আকসাই চীন-লাদাখ সীমান্তের লাইন অব একচুয়াল কন্ট্রোলে চীনের অভ্যন্তরে দুপক্ষের কমান্ডারা আজ (সোমবার) বৈঠকে বসেন।

এর আগে গত বৃহস্পতিবার দু পক্ষের নিচের পর্যায়ের সেনা কর্মকর্তারা বৈঠকে বসেন।

গত সোমবার গলওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ হয় এবং তাতে ভারতের ২০ সেনা নিহত হয় যার মধ্যে বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ছিলেন। চীনের পক্ষে হতাহতের ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয়। সংঘর্ষের জন্য দু দেশ পরস্পরকে দায়ী করেছে।

১৯৬৭ সালের পর এটিই ভারত ও চীন সীমান্তে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর