বিদেশি শ্রমিক নেয়া স্থগিত করল মালয়েশিয়া

ছবি: সংগৃহীত

বিদেশি শ্রমিক নেয়া স্থগিত করল মালয়েশিয়া

অনলাইন ডেস্ক

স্বদেশীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে এবার বিদেশি শ্রমিক নেয়া স্থগিতের ঘোষণা দিল মালয়েশিয়া। সোমবার (২২ জুন) দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।  

করোনা ভাইরাস মোকাবিলায় টানা লকডাউনে বিপর্যস্ত অর্থনীতি চাঙ্গা করার পদক্ষেপের অংশ হিসাবে এ সিদ্ধান্ত নিল মালয়েশিয়া সরকার। এর ফলে বাংলাদেশ-নেপালসহ বেশ কয়েকটি দেশ থেকে শ্রমিক নেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও আপাতত স্থগিত হয়ে গেল।

 

মানবসম্পদ উন্নয়নের জন্য মন্ত্রী বলেন, এ বছর বিদেশ থেকে আর কোনও শ্রমিক আনা হবে না, তবে বিদেশিরা পর্যটক ভিসায় আসতে পারবেন।
   
তিনি আরও বলেন, প্রায় দুই মিলিয়ন বিদেশি শ্রমিক রয়েছে আমাদের দেশে, আমরা চাচ্ছি স্বদেশীদের অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ তৈরি করে দিতে। এ বছর আমরা এটি পর্যবেক্ষণ করবো, কতটা ফলপ্রসূ হচ্ছে সেটি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি মন্তব্য করেন।   
 
মন্ত্রী, স্থানীয়দের চাকরি বাছাই না করে যেকোনো ধরনের চাকরি করারও পরামর্শ দেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল