কবিতা থাকবে, থাকলেন না 'স্বর্গের রেপ্লিকা'র কবি মাশুক চৌধুরী

কবিতা থাকবে, থাকলেন না 'স্বর্গের রেপ্লিকা'র কবি মাশুক চৌধুরী

সৈকত রুশদী

বিদায় কবি মাশুক চৌধুরী! অগ্রজতুল্য সাংবাদিক ও নিভৃতচারী কবি। করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছিল তার। তবুও ফুসফুসে সংক্রমণ থেকে নিউমোনিয়ায় জীবনাবসান হলো ১৯৭০ দশকের এই খ্যাতিমান কবি ও সাংবাদিকের (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

বর্তমানে তিনি 'বাংলাদেশ প্রতিদিন' পত্রিকার প্রধান বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

বয়স হয়েছিল ৭৩ বছর।

তাকে আমার জ্যেষ্ঠ সহকর্মী হিসেবে পেয়েছি অধুনালুপ্ত 'দৈনিক দেশ'-এ (১৯৭৯-১৯৮৩) আমার সাংবাদিকতা জীবনের সূচনা লগ্নে।

পেশানিষ্ঠ এই সাংবাদিকের সাহচর্য, মৃদুকণ্ঠে কবিতা উচ্চারণ ও পরিশীলিত আচরণ ছিল আমার তারুণ্যে মুগ্ধকর এক ব্যক্তিত্ব। গণতান্ত্রিক আন্দোলনের সহযাত্রী।

তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে কয়েকটির নাম, 'মুক্তিযুদ্ধ প্রিয়তমা আমার', 'নির্বাচিত কবিতা', 'স্বর্গের রেপ্লিকা', 'অত্যাগসহন' ও 'নদীর নাম দুঃসময়'।

প্রার্থনা করি, আল্লাহ যেন মরহুম মাশুক চৌধুরী ভাইয়ের রূহকে জান্নাতুল ফেরদৌসে চিরশান্তি প্রদান করেন।

টরন্টো, ২৩ জুন ২০২০।

লেখক: সাংবাদিক ও কবি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর