সাংবাদিক মাশুক চৌধুরীর মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক

সাংবাদিক মাশুক চৌধুরীর মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক

অনলাইন ডেস্ক

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক ও বরেণ্য কবি মাশুক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

বুধবার (২৪ জুন) এক শোক বার্তায় প্রয়াত মাশুক চৌধুরীর আত্মার শান্তি কামনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, প্রয়াত মাশুক চৌধুরী ছিলেন অসাধারণ প্রতিভাবান মানুষ। সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য চর্চায় তিনি অসামান্য অবদান রেখেছেন। তার মৃত্যুতে দেশের গণমাধ্যম ও সাহিত্যাঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক মাশুক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

মাশুক চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে পড়াশোনা শেষ করে সাংবাদিকতা পেশায় যোগ দেন। তিনি দৈনিক সংবাদ, দৈনিক খবর, দৈনিক দেশসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। বাংলাদেশ প্রতিদিন তার সর্বশেষ কর্মস্থল।

মাশুক চৌধুরীর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে বিখ্যাত কয়েকটির নাম, 'মুক্তিযুদ্ধ প্রিয়তমা আমার', 'নির্বাচিত কবিতা', 'স্বর্গের রেপ্লিকা', 'অত্যাগসহন' ও 'নদীর নাম দুঃসময়'।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর