অন্য নৌযানের ধাক্কায় বসুন্ধরা গ্রুপের পণ্যবাহী জাহাজের ক্ষতি
১৩ কোটি টাকার ক্ষতি

অন্য নৌযানের ধাক্কায় বসুন্ধরা গ্রুপের পণ্যবাহী জাহাজের ক্ষতি

অনলাইন ডেস্ক
মেঘনায় মাদার ভেসেল থেকে গম নিয়ে ঢাকায় যাওয়ার পথে পেছন থেকে রোকনুর-১৯ নামে অন্য জাহাজের ধাক্কায় বসুন্ধরা গ্রুপের পণ্যবাহী একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
আজ বুধবার বিকেলে মেঘনার রামগতি সেলিমবাজারের কাছাকাছি এলাকায় এ ঘটনাটি ঘটে। জাহাজটিতে এক হাজার ৯৫০ মেট্রিক টন গম ছিল।
 
এ ঘটনায় এমভি এসএ বাসার নামের জাহাজটির মাঝ বরাবর ফুটো হয়ে ভেতরে থাকা গমে পানি ঢুকে যায় বলে জানা গেছে।
এর ফলে পাঁচ কোটি টাকার গম ও আট কোটি টাকার জাহাজ মিলে মোট ১৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে বসুন্ধরা গ্রুপের পক্ষে দাবি করা হয়।
 
এমভি এসএ বাসারের মাস্টার ইউছুপ জানান, গভীর সমুদ্রে নোঙ্গর করা মাদার ভেসেল থেকে গম নিয়ে বসুন্ধরা গ্রুপের ভাড়া করা ইরা করপোরেশনের জাহাজটি ঢাকায় আসছিল।
 
এদিকে চট্টগ্রামে রোকনুর-১৯ এর মাস্টারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এ ঘটনায় যথাযথ কর্তৃপ বরাবর বসুন্ধরা গ্রুপের পক্ষে ক্ষতিপূরণের মামলা প্রক্রিয়াধীন বলে জানা যায়।
 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল