রংপুরে করোনায় দুজনের মৃত্যু

রংপুরে করোনায় দুজনের মৃত্যু

রেজাউল করিম মানিক, রংপুর থেকে

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় ও রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এরা হলেন - রংপুর নগরীর মাহিগঞ্জের বাসিন্দা তোফাজ্জল হোসেন (৬৮) ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার সবুজপাড়া গ্রামের বাসিন্দা খালেদ হাবিব মুকুল (৫০)। তোফাজ্জল হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২২ জুন এই
হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম নূরুন নবী জানান, এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।

তিনি জানান, করোনা ছাড়াও তোফাজ্জল হোসেন ডায়াবেটিসে ভুগছিলেন। দুইদিন আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বুধবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একই দিন সন্ধ্যায় কুড়িগ্রামের চিলমারীর
খালেদ হাবিব মুকুলের মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে রংপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮২৮ জন। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিয়ে ৪৪০ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১৪ জন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর