রাঙামাটিতে বৃক্ষ রোপন কর্মসূচি শুরু

রাঙামাটিতে বৃক্ষ রোপন কর্মসূচি শুরু

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটিতে শুরু হয়েছে বৃক্ষ রোপন কর্মসূচি। বৃহস্পতিবার সকালে রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে কৃষক লীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।

রাঙামাটি কৃষকলীগের সভাপতি মো. জাহিদ আক্তারের সভাপতিত্বে বৃক্ষ রোপন কর্মসূচির অনুষ্ঠানে রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, রাঙামাটি জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য শান্তনা চাকমা, সহসভাপতি মাকসুদুর রহমান, সহসভাপতি নিশিত তালুকদার, কৃষকলীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, প্রচার সম্পাদক অরুন ধর, বন বিষয়ক সম্পাদক মো. সারোয়ার, মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়াসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, সবুজের ছায়ায় হোক আগামীর সুন্দর পৃথিবী।

বিশ্ব জলবায়ু
পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ অনেকখানি ঝুঁকিতে রয়েছে। সিডর, আইলা, রোয়ানু ও
আম্পানের মতো ঘূর্ণি ঝড়ের কবলে পড়ে দিন দিন দেশের বৃক্ষ জগত ক্রমেই ধবংস হয়ে যাচ্ছে। তাই এই মুহূর্তে
প্রকৃতিকে বাঁচাতে চাই বৃক্ষের সমাবেশ ও বৃক্ষ রোপন । বৃক্ষ রোপন কর্মসূচির মাধ্যমে আমাদের এই পৃথিবীকে বাসযোগ্য
করার জন্য সবুজের ছায়া বাড়ানোর চেষ্টা চালিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর