ট্রলারডুবি, ১০ জন সাঁতরিয়ে বাঁচলেও দুজনের মৃত্যু

ট্রলারডুবি, ১০ জন সাঁতরিয়ে বাঁচলেও দুজনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাইয়ের কালনী নদীতে ট্রলারডুবিতে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) বেলা ১২টায় এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী ট্রলার দিয়ে দিরাই থেকে সকাল ১১ টার দিকে ১২ জন যাত্রী নিয়ে যাত্রীবাহী ট্রলারটি মারকুলি যাচ্ছিল। ট্রলারটি ১২টার দিকে উজানধল গ্রামের বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের বাড়ি’র সামনে

গিয়ে প্রচণ্ড ঝড় ও ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়।

এসময় ১২ যাত্রীর মধ্যে ১০ জন সাঁতার কেটে পাড়ে উঠলেও অন্য দুজন ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয় লোকজনের চেষ্টায় লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

দিরাই থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, ঝড়ের সময় ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

এসময় দুই চালকসহ ১২ জনের ১০ জন পাড়ে উঠলেও দুজন ডুবে মারা যায়। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)