খুলনায় পাটকল চালুর দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা

খুলনায় পাটকল চালুর দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

রাষ্ট্রায়ত্ত পাটকলে অর্থ বরাদ্দ ও উৎপাদন চালু রাখার দাবিতে খুলনার ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকলে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদ। রোববার নগরীর খালিশপুর জুট ওয়ার্কার্স ইনস্টিটিউিট কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষা সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদের আহবায়ক সরদার আ. হামিদ।

কর্মসূচির মধ্যে রয়েছে- সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মিলগেটে সন্তানদের নিয়ে পাটকল শ্রমিকদের অবস্থান ধর্মঘট, মঙ্গলবার দুপুর ২টা থেকে বুধবার দুপুর ২টা পর্যন্ত মিলগেটে শ্রমিক-কর্মচারীদের অবস্থান। এরপরও দাবি না মানলে বুধবার দুপুর ২টা থেকে মিলগেটে পরিবার-পরিজন নিয়ে আমরণ অনশন শুরু করবে পাটকল শ্রমিক-কর্মচারীরা।

জানা যায়, করোনা পরিস্থিতিতে সাধারণ ছুটির মধ্যে ২৫ এপ্রিল থেকে সীমিত পরিসরে উৎপাদন শুরু করে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো।

খাদ্য অধিদপ্তর ও কৃষি উন্নয়ন করপোরেশনের চটের বস্তা তৈরির জন্য পাটকলে উৎপাদন শুরু হয়। কিন্তু গত ২৫ জুন ঢাকায় আন্ত মন্ত্রণালয়ের এক বৈঠকে সারাদেশে রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধের সিদ্ধান্ত হয়। এর
প্রেক্ষিতে আন্দোলনে নামে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর