সেনাদের মার্শাল আর্ট শেখাচ্ছে চীন, ১৬ সেনা ছাউনি দেখে চিন্তায় ভারত

অনলাইন ডেস্ক

লাদাখে ভারত-চীন সেনা সংঘর্ষের রেশ কাটছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মন কি বাতে অনুষ্ঠানে বলেন, ভূখণ্ড রক্ষায় শত্রুদের আক্রমণে দাঁতভাঙ্গা জবাব দিয়েছেন দেশের সেনারা। আবারো হামলার চেষ্টা হলে পাল্টা হামলার হুঁশিয়ারিও দিয়েছেন। সীমান্তে শক্তি আরো বাড়াচ্ছে মোদি সরকার।

এদিকে সীমান্তে সেনাদের মার্শাল আর্ট শেখাতে প্রশিক্ষক পাঠাচ্ছে চীন।

রোববার রেডিওতে মন কি বাত-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সীমান্ত সমস্যা নিয়ে রীতিমতো হুঁশিয়ারি দেন।

বলেন, গালওয়ান উপত্যকায় চীন আর কোনও অশান্তি সৃষ্টির চেষ্টা করলে যথাযথ জবাব দেওয়া হবে। ভারত কখনও সংকটকে ভয় পায় না।

ভারত-চীনের দ্বিপক্ষীয় সম্পর্কেও এর প্রভাব পড়বে বলেও প্রতিবেশী দেশকে সতর্ক করলেন মোদি। সাহসী জওয়ানদের আত্মত্যাগ সব সময় স্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন।  

এদিকে সীমান্তে সেনাদের মার্শাল আর্ট শেখাতে প্রশিক্ষক পাঠাচ্ছে চীন। বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য এসেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, এনবো ফাইট ক্লাবের ২০ মার্শাল আর্ট প্রশিক্ষককে তিব্বতের রাজধানী লাসায় পাঠানো হবে। তবে তারা ভারত সীমান্তে দায়িত্বে থাকা চীনা সেনাদের প্রশিক্ষণ দেবে কি না এই বিষয়ে কিছু জানায়নি চীন।   

ভারতের ৪৫ হাজার সেনা, জমি থেকে আকাশমুখী ক্ষেপণাস্ত্র। বসেছে এয়ার সার্ভেল্যান্স সিস্টেম। এরই মধ্যে উপগ্রহচিত্রে গালওয়ান উপত্যকায় নতুন করে চীনের আরও ১৬টি সেনা ছাউনির ছবি ধরা পড়েছে। তাতেই চিন্তার মাত্রা আরো বেড়েছে ভারতের।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর