খুলনা বিএল কলেজের অধ্যাপক মুহম্মদ কায়কোবাদ আর নেই

খুলনা বিএল কলেজের অধ্যাপক মুহম্মদ কায়কোবাদ আর নেই

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা বিএল কলেজের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক মুহম্মদ কায়কোবাদ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ...রাজিউন)। রোববার সকালে তিনি নগরীর গগনবাবু রোডের বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। খুলনার শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গণে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।

তিনি প্রগতিশীল আন্দোলন এবং সংস্কৃতির বিকাশে সবিশেষ ভূমিকা পালন করেন।

মুহম্মদ কায়কোবাদ ১৯৯৩ সালে খুলনা বিএল কলেজ থেকে শিক্ষকতা পেশায় অবসর গ্রহণ করেন। মাঝে ১৯৮৩ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি বাগেরহাটের পিসি কলেজে শিক্ষকতা করেন। তার স্ত্রী মুক্তি মজুমদার একই কলেজের দর্শনের শিক্ষক ছিলেন।

২০১৫ সালে তিনি মারা যান।

বিএল কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শংকর কুমার মল্লিক জানান, নিঃসন্তান এই শিক্ষক দম্পতি খুলনার সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। তার অসংখ্য ছাত্র বর্তমানে শিক্ষকতা পেশায় যুক্ত রয়েছেন। মুহম্মদ কায়কোবাদের মৃত্যুতে শিক্ষক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তাকে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে দাফন করা হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর