এ বছর ভারতের 
৯টি গোয়েন্দা কোয়াডকপ্টার ভূপাতিত করেছে পাকিস্তান

এ বছর ভারতের ৯টি গোয়েন্দা কোয়াডকপ্টার ভূপাতিত করেছে পাকিস্তান

অনলাইন ডেস্ক

কাশ্মীর অঞ্চলে ভারতের আরেকটি গোয়েন্দা কোয়াডকপ্টার (ড্রোন) ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। হিমালয় বেষ্টিত ওই অঞ্চলটিতে প্রায়ই দুই প্রতিবেশী দেশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানায়, রোববার দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে ভারতীয় ড্রোনটি ভূপাতিত করার কথা জানানো হয়। এতে বলা হয়, পাকিস্তানি সেনাবাহিনী হট স্প্রিং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় একটি কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

এতে বলা হয়, কোয়াডকপ্টারটি পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখার ৮৫০ মিটার অভ্যন্তরে প্রবেশ করেছিল।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, এ বছরে এটি নিয়ে ভারতীয় নবম কোয়াডকপ্টার ভূপাতিত করা হলো।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর