পশ্চিমবঙ্গে বাস দুর্ঘটনার কবলে ৪৫ বাংলাদেশি

সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গে বাস দুর্ঘটনার কবলে ৪৫ বাংলাদেশি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারতে ৪৫ বাংলাদেশি যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে একটি বাস। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার সকাল ১০ টার দিকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি কলকাতার মার্কুইস স্ট্রীট থেকে ছেড়ে পেট্রাপোল সীমান্তের দিকে যাওয়ার পথে যশোর রোডের গাইঘাটায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে।

বাসটিতে ৪৫ জন যাত্রী ছিলেন। তারা সবাই বাংলাদেশি এবং দেশে ফিরছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে পুলিশের সহায়তায় উদ্ধার তৎপরতা চালায়। পরে অন্য একটি বাসে করে দুর্ঘটনার কবলে পড়া বাংলাদেশিদের পেট্রাপোল সীমান্তের দিকে পাঠানো হয়।
 

বাসটির চালক আনন্দ বসাক জানান, ''বাসটি কলকাতা থেকে পেট্রাপোল পর্যন্ত চলাচল করে। এদিন সকাল সাতটা নাগাদ বাসটি ছেড়ে পেট্রাপোল সীমান্তের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ এড়াতে বেক চাপতেই বাসটি বাম দিকে ঘুরে গিয়ে একটি গাছে ধাক্কা মারে। তবে বাসের কোন যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি। পরে আমাদের সংস্থার অন্য একটি বাসে তাদের পেট্রাপোলে নিয়ে যাওয়া হয়। ''

সম্পর্কিত খবর