ফরিদপুরে বেড়েই চলছে করোনয় আক্রান্তের সংখ্যা

ফরিদপুরে বেড়েই চলছে করোনয় আক্রান্তের সংখ্যা

সোহাগ জামান, ফরিদপুর:

ফরিদপুরে কোনভাবেই যেন কোভিড-১৯ এর লাগাম টেনে ধরা সম্ভব হচ্ছে না। প্রতিদিনই জেলায় নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।  

বর্তমানে জেলায় প্রতিদিনই গড়ে প্রায় শতাধিক মানুষের শরীরে করোনা শনাক্ত হচ্ছে। আজও ফরিদপুর জেলায় নতুন করে ৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।

আর সর্বোচ্চ ৫৮ জন আক্রান্ত সদর উপজেলাতে।

গেল একসপ্তাহ আগে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১৩৭৭ জন। আর এক সপ্তাহের ব্যবধানে জেলায় নতুন করে ৭৬৪ জন করনোয় আক্রান্ত হয়েছেন। জেলায় সর্বমোট করোনায় আক্রান্তের সংখ্যা ২১৪১ জন।

এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৩৯০জন আর মৃত্যু বরণ করেছেন ২৫জন।

ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব সূত্র মতে, আজ (১লা জুলাই) বুধবার পিসিআর ল্যাবে মোট ৩৭৬টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ১৪২ জনের করোনা পজেটিভ এসেছে এবং ১টি নমুনা ইনভেলিড এসেছে।  

আজ ১৪২ জনের মধ্যে ফরিদপুর জেলায় ১০টি ফলোয়াপসহ ১০৪জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ৩৮জন গোপালগঞ্জসহ অন্যান্য জেলার।

ফরিদপুরে আজ নতুন করোনয় আক্রান্তের ৯৪ জনের মধ্যে সদর উপজেলায় ৫৮জন, নগরকান্দা উপজেলায় ৫জন, সালথা উপজেলায় ৩ জন, সদরপুর উপজেলায় ৭ জন, ভাঙ্গা উপজেলায় ৩ জন, চরভদ্রাসন উপজেলায় ২ জন, মধুখালী উপজেলায় ৩ জন, বোয়ালমারী উপজেলায় ৪ জন, আলফাডাঙ্গা উপজেলায় ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল