'আমরা বাইরের রিলিফ খেয়ে বাঁচতে চাই না'

'আমরা বাইরের রিলিফ খেয়ে বাঁচতে চাই না'

অনলাইন ডেস্ক

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, করোনা মহামারি ও প্রাকৃতিক দুর্যোগে বাইরের রিলিফ খেয়ে বাঁচতে চাই না। আমরা মাথা উঁচু করে কাজ করে বাঁচতে চাই। সরকার জনগণের পাশে আছে। দেশের গরিব মানুষের জন্য ১০ টাকা কেজির চালসহ নানাভাবে প্রণোদনা দিয়ে পাশে আছে।

সরকার সাধ্যমতো মানুষকে সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সারা বিশ্ব এখন করোনা মহামারিতে অচলাবস্থায় রয়েছে। আমাদের দেশেও এই মহামারি হানা দিয়েছে।

আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য দিন-রাত কাজ করে যাচ্ছি। আমরা করোনা মহামারিতে থেকে মানুষকে রক্ষা করতে নানা উদ্যোগ গ্রহণ করেছি।

মন্ত্রী বলেন, আমাদের উদ্যোগের ফলে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা মহামারি তেমন ক্ষতি করতে পারেনি। কারণ আমরা আগে থেকেই দেশের মানুষকে সচেতন ও সুরক্ষাসামগ্রী দিতে পেরেছি। তার পরও কিছু ক্ষতি হয়েছে। যা এড়ানো সম্ভব না।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল