লন্ডনে বেআইনী গানের আসর থামাতে গিয়ে ৭ পুলিশ আহত

লন্ডনে বেআইনী গানের আসর থামাতে গিয়ে ৭ পুলিশ আহত

যুক্তরাজ্য প্রতিনিধি

পশ্চিম লন্ডনে লকডাউন আইন ভেঙ্গে আয়োজিত একটি গানের অনুষ্ঠান থামাতে গিয়ে পাল্টা হামলায় অন্তত সাতজন পুলিশ  আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে হোয়াইট সিটির হ্যাভলক স্ট্রীটে সঙ্গীতের যন্ত্রপাতি নিয়ে বিশাল জমায়েত হচ্ছে বলে খবর পাওয়ার পর পুলিশ সেখানে গিয়ে হাজির হয়। এ সময় পুলিশ অফিসারদের লক্ষ্য করে জমায়েত থেকে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এই হামলার খবর পাওয়ার পর বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত অফিসাররা সেখানে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনেন এবং জমায়েতকে ছত্রভঙ্গ করতে সমর্থ হন।

পরে পুলিশ অত্র এলাকাকে ডিসপারসাল জোন বা ছত্রভঙ্গ এলাকা অনুনোদন করে ৬০ ধারা জারির মাধ্যমে স্টপ এন্ড সার্চ শুরু করে। তবে পুলিশের উপর হামলার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

উল্লেখ্য এর আগে লকডাউন উপেক্ষা করে দক্ষিণ লন্ডনের ব্রিক্সটনে আয়োজিত একটি বেআইনী গানের অনুষ্ঠান ছত্রভঙ্গ করতে গিয়ে পাল্টা হামলায় ২২ জন পুলিশ অফিসার আহন হয়েছিলেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর