ফেন্সিডিলসহ ভারতীয় ট্রাক চালক আটক

ফেন্সিডিলসহ ভারতীয় ট্রাক চালক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের শিয়ালমারা সীমান্তের বিওপি সদস্যরা ভারতীয় পাথর ভর্তি ট্রাকে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ টনিক শেখ (৩২) নামে এক ভারতীয় ট্রাক চালককে আটক করেছে।  

আটককৃত টনিক শেখ হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার নরেন্দ্রপুর কাঞ্চনটার এলাকার মো. খলিল শেখের ছেলে। গতকাল শনিবার বিকেলে বাংলাদেশের অভ্যন্তরে সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের ৫নং গেইটে তল্লাশী চালিয়ে বিজিবি ফেন্সিডিলসহ তাকে আটক করে।  

আজ রোববার সকালে ৫৯ বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র শিয়ালমারা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. শাহিনুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল বিকেল সাড়ে ৫টার দিকে সীমান্ত পিলার ১৮৬/২-এস হতে আনুমানিক ৩’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনামসজিদ স্থলবন্দরের পানামা ৫নং গেইটে ভারতীয় পাথর ভর্তি একটি  ট্রাকে তল্লাশী চালিয়ে ৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

এ সময় অবৈধ মাদকদ্রব্য পরিবহনের দায়ে ভারতীয় চালককে ট্রাক ও মালামালসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল