ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সুস্থ আছেন

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সুস্থ আছেন

অনলাইন ডেস্ক

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা গেছেন বলে যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে সেটি সঠিক নয়। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। রোববার রাতে ফেসবুকে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সোমবার সকালে তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি গুজব বলে নিশ্চিত করেন।

 

কাজল লেখেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ইন্তেকাল করেছেন বলে সোমবার রাত থেকে অনেকেই গুজব ছড়িয়েছেন।  

আমি তাদের জ্ঞ্যাতার্থে জানাচ্ছি যে, কিছুক্ষণ আগে স্যার এবং তার স্ত্রী প্রফেসর শাহিদা রফিকের সঙ্গে আমার কথা হয়েছে। স্যার তখন নাস্তা করছিলেন। তারা তাদের ইস্কাটনের বাসায় আছেন।

স্যার কোন হাসপাতালে ভর্তিও হননি। স্যার সম্পূর্ণ সুস্থ আছেন।

রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানান ব্যারিস্টার কাজল।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ব্যারিস্টার রফিক সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি কোনো হাসপাতালে ভর্তি হননি।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল