জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর আর নেই

জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর আর নেই

অনলাইন ডেস্ক

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর আর নেই।  ক‌্যান্সারের সঙ্গে দীর্ঘ ১০ মাস লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমালেন আটবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ কণ্ঠশিল্পী।

আজ সোমবার সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এন্ড্রু কিশোরের বোনজামাই ডা. প্যাটরিক বিপুল বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি দীর্ঘদিন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে গত ১১ জুন দেশে ফেরেন।

জানা যায়, সোমবার সকাল থেকে এই গায়কের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তাকে অক্সিজেন দিয়ে আইসিইউতে রাখা হয়। কিন্তু বিকেলের দিকে মারা যান তিনি।

রাজশাহীতে বোন ডা. শিখা বিশ্বাসের ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন এন্ড্রু কিশোর। তার সার্বক্ষণিক দেখাশোনা করছিলেন ভগ্নিপতি প‌্যাট্রিক বিশ্বাস।

এর আগে গতকাল রোববার সংগীত পরিচালক ফরিদ আহমেদ বলেন, ‘এন্ড্রু কিশোর বেঁচে আছেন। তবে তার শারীরিক অবস্থা খুবই খারাপ। কথা বলতে পারছেন না। এটি আজ বিকালের তথ্য। সবাই তার জন্য প্রার্থনা করুন। ’

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন এন্ড্রু কিশোর। টানা ৯ মাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন থেকে গত ১১ জুন একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। তারপর থেকে রাজশাহীতে বসবাস করছেন। সেখানে বোন শিখা বিশ্বাসের কাছে রয়েছেন তিনি।

বিস্তারিত আসছে...

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর