বাতাসে ছড়ায় করোনা ভাইরাস

অনলাইন ডেস্ক

বিজ্ঞানীদের চ্যালেঞ্জের জেরে বাতাসে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাব্যতার কথা স্বীকার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । মঙ্গলবার সংস্থাটির কোভিড-১৯ মহামারির টেকনিক্যাল প্রধান মারিয়া ভ্যান কারখোভের মুখ থেকে আসে এ স্বীকারোক্তি।

তিনি বলেন, ভাইরাসটির সংক্রমণের পদ্ধতি হিসেবে বায়ুবাহিত সংক্রমণ ও অ্যারোসল সংক্রমণের সম্ভাব্যতার বিষয়ে আলোচনা করছেন তারা।   সংস্থাটি মহামারির শুরু থেকেই ভাইরাসের দুই ধরনের সংক্রমণের কথা বলেছিল।

এক, আশপাশের কোনও সংক্রমিত ব্যক্তির কাছ থেকে শ্বাস-প্রশ্বাসের ফোঁটা –ড্রপলেট শ্বাসের মাধ্যমে। আরেকটি, কোনো কিছুর দূষিত পৃষ্ঠ স্পর্শ করার পর চোখ, নাক বা মুখ স্পর্শ করার মাধ্যমে । তবে সোমবার ক্লিনিক্যাল ইনফেকশাস ডিজিজ জার্নালে, ৩২ দেশের ২৩৯ জন বিজ্ঞানী এক খোলা চিঠিতে দাবি করেন,  শ্বাস-প্রশ্বাসের ড্রপলেটের ক্ষুদ্র সংস্করণ বা অ্যারোসল কণা দীর্ঘ সময় বাতাসে ভেসে থাকতে পারে। আর এটি প্রমাণিত।

এমনকি এই বিষয়ে ডব্লিউএইচওকে  চ্যালেঞ্জও ছুঁড়েন তারা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)