দুবাই থেকে ফিরেছেন আরো ১৫৩ বাংলাদেশি

দুবাই থেকে ফিরেছেন আরো ১৫৩ বাংলাদেশি

অনলাইন ডেস্ক

নভেল করোনা ভাইরাসের কারণে দুবাইতে আটকেপড়া আরও ১৫৩ বাংলাদেশি নাগরিক আজ দেশে ফিরেছেন। তাঁরা ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইটে আজ বুধবার ভোর ৪টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

দুবাইতে আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমানবাহিনী কল্যাণ ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

ইউএস-বাংলার জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, দুবাই থেকে ফেরত আসা সব যাত্রী কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছেন।

করোনা প্রাদুর্ভাবের কারণে গত চার মাস বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়েছেন অনেক বাংলাদেশি। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের সহযোগিতায় দুবাই থেকে বুধবার তৃতীয় ধাপে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হয়েছে।

এরই মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনস করোনাকালে চেন্নাই, কলকাতা, দিল্লি, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবি, দুবাই ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল