সাংবাদিক আখতারুজ্জামান লাবলুর প্রথম মৃত্যুবার্ষিকী

সাংবাদিক আখতারুজ্জামান লাবলুর প্রথম মৃত্যুবার্ষিকী

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ আখতারুজ্জামান সিদ্দিকী লাবলুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। একবছর আগের এই দিনে মাত্র ৫২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই সাংবাদিক।

লাবলু ২০০৪ সালে স্টাফ রিপোর্টার হিসেবে ভোরের কাগজে যোগ দেন। এরপর প্রধান অপরাধ বিষয়ক প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৩ সালে ভোরের কাগজের প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব নেন। মৃত্যুর আগ পর্যন্ত এ পদেই ছিলেন তিনি। লাবলুর আত্মীয়-স্বজন ও সহকর্মীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

আখতারুজ্জামান লাবলু ৮০’র দশকের শেষ দিকে কৃষাণ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন।

এরপর দৈনিক সমাচার ও অনলাইন পোর্টাল বাংলাদেশ নিউজ সার্ভিস(বিএনএসে) কাজ করেছিলেন। ২০০৯ সালে ক্র্যাব সভাপতি নির্বাচিত হন তিনি। এরপর একই পদে ২০১০, ২০১২, ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালসহ মোট ছয় বার দায়িত্ব পালন করেছেন তিনি।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল