এই মাসের শেষে চালু হতে পারে গণস্বাস্থ্যের আইসিইউ ইউনিট

ফাইল ছবি

এই মাসের শেষে চালু হতে পারে গণস্বাস্থ্যের আইসিইউ ইউনিট

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য আগামী ১০ জুলাই ১৫ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু করতে চেয়েছিল গণস্বাস্থ্য কেন্দ্র। তবে পর্যাপ্ত অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না। অবশ্য এ মাসের শেষের দিকে আইসিইউ চালু হতে পারে।

আজ বুধবার (৮ জুলাই) বিকেলে এসব তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।

তিনি বলেন, ‘১৫ শয্যার আইসিইউ তৈরির কাজ শুরু হয়েছে অনেক আগে। উদ্বোধন করার লক্ষ্য ছিল ১০ জুলাই। এই সময়ে তা হবে না। এ মাসের শেষের দিকে হতেও পারে।

এখন কাজ যত তাড়াতাড়ি শেষ হবে, তত তাড়াতাড়ি উদ্বোধন করতে পারবে। কাজ চলমান, অর্ধেকের বেশি কাজ শেষ হয়ে গেছে। ’

মো. ফরহাদ আরও বলেন, ‘আমরা যেহেতু শুরু করেছি, কোনো না কোনো প্রক্রিয়ায় চালানোর চেষ্টা করবো। আমাদের অনুদান যদি পূর্ণ হতো, আমাদের ১০ জুলাই উদ্বোধনের চেষ্টা ছিল, হয়তো সেদিনই করতে পারতাম। তার কারণেই হয়তো দেরি হচ্ছে। কোনো না কোনো উপায় বের করে চালু করা হবে আশা করি। ’

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল