চাকরির লোভ দেখিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ, অভিযুক্ত ধরা

চাকরির লোভ দেখিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ, অভিযুক্ত ধরা

বেলাল রিজভী, মাদারীপুর

মাদারীপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. বেলাল হোসেন মাদবর (২৬) নামের একজনকে আটক করেছে র‌্যাব-৮। আটক ব্যক্তি শরীয়তপুর জেলার পালং থানার কাশাভোগ গ্রামের মৃত সেকেন্দার আলী মাদবরের ছেলে।

ঘটনাস্থল মাদারীপুর শহরে হওয়ায় আটক আসামিকে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নির্যাতিতা নিজেই বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

শুক্রবার রাতে র‌্যাব-৮এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে র‌্যাব সদস্যরা বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজীকান্দি গ্রামে অভিযান চালিয়ে মো. বেলাল হোসেন মাদবরকে আটক করে।

ঘটনার বিবরণে জানা যায়, নির্যাতিতা একটি সরকারি কলেজের ছাত্রী এবং জাজিরা মডার্ন ক্লিনিকে রিসিপসনিস্ট পদে চাকরি করে। শরীয়তপুর কলেজে যাওয়ার পথে মো. বেলাল হোসেন মাদবরের পরিচয় হয়। পরিচয়ের সূত্রে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সুসম্পর্ক গড়ে তোলে।

এই সম্পর্কের জের ধরে গত ২১ জুন দুপুরে ওই কলেজ ছাত্রীর
সাথে চাকরির বিষয়ে আলাপ করার জন্য ফুসলিয়ে মাদারীপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডের “মোটেল মতি (আবাসিক)” এর ১২৫ নম্বর কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে ও গোপনে মোবাইল ফোনের মাধ্যমে ধর্ষণের অশ্লীল ছবি ও নগ্ন ভিডিও ধারণ করে। এসময় ৩/৪ ঘণ্টা মেয়েটিকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে। ধর্ষণের বিষয়ে কাউকে কিছু বললে অথবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে এই অশ্লীল ছবি ও নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এছাড়াও কলেজে যাওয়া-আসার পথে অভিযুক্ত বেলাল হোসেন প্রায়ই ওইসব অশ্লীল ছবি ও নগ্ন ভিডিও দেখিয়ে কুপ্রস্তাব দেয় এবং তার কাছে ৫ লাখ টাকা দাবি করে। মেয়েটি রাজী না হওয়ায় এক পর্যায়ে আটক যুবক নগ্ন ভিডিওটি তার কাছে কয়েক বন্ধুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। প্রতিকার পাওয়ার জন্য গত বুধবার র‌্যাব- ৮, মাদারীপুর ক্যাম্পে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে মো. বেলাল হোসেন মাদবরকে আটক করা হয়।

এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় শুক্রবার দুপুরে ভিকটিম বাদী হয়ে আটক যুবকসহ পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযুক্ত বেলালকে সদর মডেল থানা-পুলিশ মাদারীপুর কোর্টের মাধ্যমে জেল-হাজতে পাঠান।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর