বিশ্বব্যাপী করোনায় ৫ লাখ ৬৭ হাজারেরও বেশি মৃত্যু

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী করোনায় ৫ লাখ ৬৭ হাজারেরও বেশি মৃত্যু

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৫ লাখ ৬৭ হাজার ৭৩৪ জনে দাঁড়িছে।  

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৮ লাখ ৪৭ হাজার ২৮৮ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৭৪ লাখ ৮৩ হাজার ২৪৬ জন।

আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটিতে এখন পর্যন্ত মোট ৩৩ লাখ ৫৫ হাজার ৬৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৪০৩ জনের।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে  ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৭১ হাজার ৪৯২ জনের।

আর আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৪০ হাজার ৮১২ জন।

তৃতীয় স্থানে এবং ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪৪ হাজার ৭৯৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৯৫৩ জন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল