ঠাকুরগাঁওয়ে রাস্তা ভেঙে ৫শ পরিবারের চলাচল বন্ধ

ঠাকুরগাঁওয়ে রাস্তা ভেঙে ৫শ পরিবারের চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌর-শহরের ৮নং ওয়ার্ডের আরডিআরএস অফিস থেকে হাজীপাড়া যেতে সড়কের দুটি স্থান ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকাবাসী। এতে করে কমপক্ষে ৫শ পরিবার পড়েছে চরম ভোগান্তিতে।

রোববার (১২ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণ সন্ধ্যারই, হাজি পাড়া, শেখ রাসেল স্টেডিয়ামসহ হোসেনগাঁও ইউনিয়ন ভূমি অফিসে যাতায়াতের একমাত্র পথ ছিলো এটি। গত এক মাস যাবত প্রচণ্ড বৃষ্টির কারণে পাকা রাস্তাটি ভেঙে দুটি বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।

এতে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসি।

স্থানীয়দের অভিযোগ, এক মাস আগে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে পানির স্রোতে পাকা রাস্তাটি ভেঙে গিয়ে দুটি স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গত একমাস ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী। বিকল্প পথে অনেক দূর দিয়ে ঘুরে বাজারে যেতে হয়।

এ ব্যাপারে কাউন্সিলর ও পৌর মেয়রকে অবগত করা হলেও এতো দিনেও তাদের কোন পদক্ষেপ নেই।  

পৌর কাউন্সিলর সাদেকুল জানান, গর্তগুলো পূরণ করতে প্রচুর মাটির প্রযোজন। বিষয়টি আমাদের মেয়রকে জানিয়েছি। আমার করার কিছুই নাই।

এ বিষয়ে পৌর মেয়রের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
এখন এলাকাবাসির একটাই দাবি দ্রুত রাস্তাটি সংস্কার করা হোক।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ