ক্রিকেট ছাড়াও বাংলাদেশকে বিশ্ববাসির কাছে চিনিয়েছেন আর্চার সানা

নিজস্ব প্রতিবেদক

তীরধনুককে সাথী করেই চলেছেন স্বপ্নের পথে। লাল-সবুজের পতাকাকে ক্রিকেট ছাড়াও আর্চারীর মাধ্যমে চিনিয়েছেন বিশ্ববাসির কাছে। তিনি হলেন দেশ সেরা আর্চার রোমান সানা।  

করোনার পর আবারো শুরু হচ্ছে অনুশীলন।

লড়বেন স্বর্ণ জয়ের আশা নিয়ে টোকিও অলিম্পিকে। স্তব্ধ পৃথিবী, করোনার কারাগারে বন্দি মানবজাতী। ঘরবন্দি জীবন থেকে বেরিয়ে চলছে করোনাকে জয় করার যুদ্ধ। সবকিছু ঠিক থাকলে এখন হয়তো অলিম্পিক জয় করতে টোকিওতে থাকতেন বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশীপে ব্রোঞ্জ জয়ী রোমান সানা।
কিন্তু করোনার কারনে পিছিয়ে যাওয়া অলিম্পিক মানুষিক প্রস্তুতিকে বেঘাত ঘটালেও মাঠের প্রস্তুতির সময়কে দিয়েছে বাড়িয়ে।

দেশে সেরা গল্ফার সিদ্দকুরের পর সরাসরি অলিম্পিকে সুযোগ পাওয়া রোমান সানা করোনা কালেও সময় দিয়েছেন নিজেকে তৈরি করতে।

যেদিন থেকে হাতে তুলেছেন তীরধনুক সেদিন থেকেই স্বপ্ন বুনেছেন উড়াল দিবেন আকাশে। সুযোগটাও গড়েছেন নিজ যোগ্যতায়। এখন শুধু সেই পথ ধরে নিজেকেও ছাড়িয়ে যাওয়ার সময়। তীক্ষ্ণ দৃষ্টি আর লক্ষ্যবস্তুতে তীরের হানাটা সময়মত দিতে পারলেই বাস্তব হবে বিশ্বজয়ের গল্পটা।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ