বৃহস্পতির চেয়েও ৭৫ গুণ বড় গ্রহ আবিষ্কার, রং বাদামী

বৃহস্পতির চেয়েও ৭৫ গুণ বড় গ্রহ আবিষ্কার, রং বাদামী

অনলাইন ডেস্ক

সৌর জগতের সর্বাপেক্ষা বৃহত্তম গ্রহ বৃহস্পতির তুলনায় বাদামী বর্ণের বামন গ্রহের ওজন অন্তত পচাঁত্তর গুন বেশি। যা আবিষ্কার করে দেখিয়েছেন নাসার বিজ্ঞানীরা। এটিকে বড়সড় সাফল্য বলছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।  

চলতি বছর ফেব্রুয়ারি মাসে প্রকাশিত ‘ব্যাকইয়ার্ড ওয়ার্ল্ডস’ নামক একটি শীর্ষক প্রবন্ধ থেকে জানা গিয়েছে যে, জ্যোতির্বিজ্ঞানীরা নাসার বিজ্ঞানীদের সূর্য থেকে ১০০ আলোকবর্ষ দূরে অবস্থিত এক বাদামি বর্ণের বামনের অস্তিত্ব রয়েছে তা আবিষ্কার করতে সহায়তা করেছিলেন।

১১ জুলাই নাসার এক প্রেস বিজ্ঞপ্তিতে জ্যোতির্বিদ জ্যাকি ফাহার্টি বলেছিলেন, “নাসা মহাবিশ্বে থাকা বিভিন্ন বিরল বস্ত গুলিকে শনাক্ত করতে সাহায্য করে। নাসার নেউইসিআই উপগ্রহ থেকে পাঠানো তথ্য পর্যবেক্ষণের পরে বিজ্ঞানীদের এই বাদামি বর্ণের বামন গ্রহ সম্পর্কে আরও কৌতূহলী করে তুলেছে। ”

প্রথম চরম টি-টাইপ সাবডওয়ার্ফস” হিসাবে পরিচিত,বাদামি বামনগুলি আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির চেয়ে ৭৫ গুণ বেশি ওজন। এবং প্রায় ১০ বিলিয়ন বছর বয়সী।

নাসা অনুসারে, বাদামী বামনগুলির সঙ্গে সাদৃশ্যযুক্ত এই বস্তুগুলি এক ধরণের গ্যাসের বল ছিল যাকে গ্রহ বলা যায় না। তবে সেগুলি তারার মতো খুব ছোট।

মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীদের পাশাপাশি জ্যোতির্বিদ্যায় আগ্রহী মানুষদের জন্য সৌরজগতে ভাসমান এই বিষয়গুলি আবিষ্কার করার জন্য একটি প্রকল্প চালু করা হয়েছে বলে জানা গিয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর