খালেদার গ্রেপ্তারি পরোয়ানা তামিলের নির্দেশ

বেগম খালেদা জিয়া।

চৌদ্দগ্রামের মামলা

খালেদার গ্রেপ্তারি পরোয়ানা তামিলের নির্দেশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা হামলার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৪৮ জনের গ্রেপ্তারি পরোয়ানা তামিলের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ২৪ এপ্রিলের মধ্যে এ পরোয়ানা তামিলের নির্দেশ দেওয়া হয়।

রোববার কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম জয়নব বেগম এ আদেশ দেন।  

কুমিল্লার কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জী এ তথ্য নিশ্চিত করেন।

 

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রলবোমা মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী মারা যান। আহত হন আরও ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান এবং পাঁচজনকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়।

তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে গত ২ জানুয়ারি চার্জশিট দাখিল করেন। আদালতে ২১ জন উপস্থিত থাকায় খালেদা জিয়াসহ অনুপস্থিত অপর ৪৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের নির্দেশ দেন। সেইসঙ্গে এ মামলার পরবর্তী তারিখ ২৪ এপ্রিল ধার্য করা হয়।

সম্পর্কিত খবর