পশ্চিমারা হলে যুদ্ধ ঘোষণা করত: জাতিসংঘ

পশ্চিমারা হলে যুদ্ধ ঘোষণা করত: জাতিসংঘ

অনলাইন ডেস্ক

বিচারবহির্ভূত ও স্বেচ্ছাচারী হত্যা বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, ইরানের কুদস বাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির মতো পশ্চিমা দেশগুলোর কোনো জেনারেলকে হত্যা করা হলে তারা যুদ্ধ ঘোষণা করত।

আন্তর্জাতিক আইন লংঘন করে ইরানি জেনারেলকে হত্যা করার জন্য ক্যালামার্ড আবারো আমেরিকার প্রতি নিন্দা জানান। এর আগেও জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ড সম্পর্কে তীর্যক মন্তব্য করে এবং নিন্দা জানিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেন ক্যালামার্ড।

তিনি বলেন, প্রতিটি নিয়ম ভঙ্গের মাধ্যমে প্রকৃতপক্ষে শুধুমাত্র আন্তর্জাতিক আইন লংঘন করা হয় না বরং আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট করা হয়।

গত বৃহস্পতিবার জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ড সম্পর্কে একটি তদন্ত প্রতিবেদন জমা দেন ক্যালামার্ড। এতে তিনি বলেন, জেনারেল সোলাইমানিকে বর্বর ও বেআইনিভাবে হত্যা করা হয়েছে। হত্যার ব্যাপারে আমেরিকা সুস্পষ্ট প্রমাণ সরবরাহ করতে ব্যর্থ হয়েছে বলেও তিনি তার রিপোর্টে উল্লেখ করেছেন।

গত ৩ জানুয়ারি জেনারেল সোলাইমানিকে মার্কিন বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্রের সাহায্যে হত্যা করে।

এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দম্ভভরে সোলাইমানি হত্যার দায় স্বীকার করেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর