ইয়েমেনে বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৯

ইয়েমেনে বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৯

অনলাইন ডেস্ক

উত্তর-পশ্চিম ইয়েমেনে বিমান হামলায় নারী ও শিশুসহ ৭ জন নিহত হয়েছে। ইউনাইটেড নেশনের একটি সংস্থা জানিয়েছে, রিয়াদের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরবে হুইতি বিদ্রোহীরা হামলা চালিয়েছে। ইয়েমিন তাদের বাধা দিয়েছে।

জাতিসংঘের ওসিএইচএ জানিয়েছে, এই বিমান হামলার জেরে নিহত ছাড়াও আহত হয়েছে দু’জন নারী ও দুই শিশু।

ওসিএইচএ জানিয়েছে, প্রাথমিক রিপোর্ট বলছে, ১২ জুলাই বিমান হামলায় হাজাহ প্রশাসনের ওয়াশাহ জেলায় দুই নারীও সাত শিশু নিহত হয়।

ইয়েমিনের এজেন্সির কো-অর্ডিনেটর বলছেন, যখন করোনা মহামারির মাঝামাঝি সারা বিশ্ব যুদ্ধবিরতির পরিকল্পনা করছে, তখন ইয়েমেনে নাগরিকদের মৃত্যু অব্যাহত রয়েছে।
 
উল্লেখ্য, ২০১৪ সালের শেষ দিকে সানা থেকে আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে উৎখাত করে হুতি বিদ্রোহীরা। ২০১৫ সালের মার্চ থেকে সৌদি সামরিক জোট সেখানে অভিযান শুরু করে ।

অধিকাংশ নগরকে নিয়ন্ত্রণ করছে এই হুতি।   

এ পর্যন্ত এক লাখ মানুষ মারা গেছে দুই গোষ্ঠীর যুদ্ধে। জাতিসংঘ মনে করে সেখানে বিশ্বের সব চেয়ে বড় মানবিক সংকট সৃষ্টি হয়েছে । এর মধ্যে অস্ত্রবিরতি করাতে ভার্চুয়াল আলোচনা শুরু করেছে।  

সূত্র : এনডিটিভি।