নকল সেনিটাইজার, শিশু খাদ্য ও কসমেটিক উৎপাদনের কারখানা সিলগালা

নকল সেনিটাইজার, শিশু খাদ্য ও কসমেটিক উৎপাদনের কারখানা সিলগালা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের দারাদিয়া গ্রামে নকল হ্যান্ড সেনিটাইজার, শিশু খাদ্য ও কসমেটিকসহ ২০ রকমের নকল পণ্য উৎপাদনের অভিযোগে একটি কারখানা সিলগালা করে দিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তরা। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে কারখানা মালিককে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কারখানায় নকল পণ্য উৎপাদনের সময় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সহযোগিতায় বিভিন্ন রকমের পণ্য উৎপাদনের মেশিন ও পণ্য জব্দ করা হয়।  

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই গ্রামের মা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মালিক আব্দুর রশিদ বিভিন্ন নামিদামি ব্রান্ডের পণ্য নকল করে উৎপাদন ও বাজারজাত করে আসছে।

তবে এসময় মালিক ও কর্মচারীরা পালিয়ে যায়।  

ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, নামিদামি ব্র্যান্ডের নাম ব্যবহার করে হ্যান্ড সেনিটাইজার শিশু খাদ্য ও কসমেটিকসহ কমপক্ষে ২০ ধরনের নকল পণ্য তৈরি করে বাজারজাত করা হচ্ছিল কারখানাটিতে। মালিক পালিয়ে যাওয়ায় মালিকের বোনের কাছে জরিমানার রশিদ দিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে বলেও জানান তিনি।