টাঙ্গাইলে চলছে পরিবহন ধর্মঘট

টাঙ্গাইলে চলছে পরিবহন ধর্মঘট

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

টাঙ্গাইলে পাঁচ দফা দাবিতে পরিবহন ধর্মঘট চলছে। জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ডাকা এ ধর্মঘট আজ সকাল ৬টা থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। গেল ১৯ ফেব্রুয়ারি দুপুরে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ঘোষণা দেয়া হয়।

১২ ফেব্রুয়ারি রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলরত ধলেশ্বরী সার্ভিসের ইনসাফ পরিবহনের একটি বাসে ডাকাতি ও চালক মো. শাহজাহান মিয়াকে হত্যার ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িতদের সাত দিনের মধ্যে গ্রেফতার, গোড়াই হাইওয়ের পুলিশ অফিসার ও ইনচার্জসহ সব কর্মকর্তাকে প্রত্যাহার, মহাসড়কে অবৈধ যান (সিএনজি-করিমন-নছিমন) বন্ধ, গাড়িতে পুলিশের চাঁদাবাজি ও অন্যায়ভাবে রাস্তায় হয়রানি বন্ধ, যাত্রীদের সার্বিক নিরাপত্তা প্রদানসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সাত দিনের আল্টিমেটাম দেয়া হয়।  

গতকাল সেই আল্টিমেটামের এক সপ্তাহ পূর্ণ হলেও ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনায় ১২ জনকে আটক ছাড়া আর কোনো দাবি বাস্তবায়ন করতে পারেনি স্থানীয় প্রশাসন। ফলে এই ধর্মঘটের ডাক দেয় টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।

সম্পর্কিত খবর