আদালতের হাজতে রাখা হয়েছে ডা. সাবরিনাকে

আদালতের হাজতে রাখা হয়েছে ডা. সাবরিনাকে

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফকে ঢাকা মহানগর হাকিম আদালতের হাজতে রাখা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। হাজতের কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, তেজগাঁও থানার প্রতারণা মামলায় ফের তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করবে মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ।

ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালতে দুপুরে তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে ।

এর আগে ১৩ জুলাই সাবরিনাকে আদালতে হাজির করে চারদিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১২ জুলাই দুপুরে আলোচিত চিকিৎসক সাবরিনাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে তাকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট ডেলিভারি দেওয়ার অভিযোগে তেজগাঁও থানার করা মামলায় গ্রেপ্তার করে পুলিশ।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ